পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুরাতন বাজার এলাকার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার(১১ সেপ্টেম্বর) বিকেলে ৫০তম গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
এবারের ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় জবের আলী উচ্চ বিদ্যালয় ও মিছির আলী উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মিছির আলী উচ্চ বিদ্যালয়-৩-০ গোলে জবের আলী উচ্চ বিদ্যালয়কে হারায়। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এডাকম মোজাম্মেল হক এমপি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, মুক্তিযুদ্ধ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,সভাপতি মোঃ মুরাদ কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা, সহকারী মাধ্যমিক কর্মকর্তা মুশফিকুর রহমান প্রমুখ। পরে মন্ত্রী উপজেলা শিক্ষা অফিস আয়োজিত গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।