“মে দিবসের ছড়া”
কবি: শাহ আলম বিল্লাল
এই যে তুমি খাচ্ছো চুষে
শ্রমিক শ্রেণির রক্ত
আসন পেতে ভাষণ দিয়ে
সাজ আবার ভক্ত।
এই শ্রমিকের রক্ত চুষ
আবার কর ঘৃণা
তাদের গায়ে হাত তুলে
ফুলিয়ে হাঁটু সিনা।
এই শ্রমিকের ঘামের দাম
দিতে বাঁধাও গোল
মে দিবসে হাঁকিয়ে গলা
দিচ্ছে মধুর বুল ।
এই দিবসে তাদের দিকে
ছিটাও ঘৃণা থু থু
শোষণ কারী যতই কাছের
হউক না তোমার ফুতু।
Author
সম্পর্কিত সংবাদ
-
বনের বাঘ দাঁড়িয়ে আছে সড়কেজুন ২৯, ২০২৪
-
কালিয়াকৈরে নারী পোষাক শ্রমিকের আত্মহত্যাজুন ১২, ২০২৪