কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে আলোচিত মোর্শেদ হত্যা মামলার আরও চার আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (৮ মে) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মতিউল ইসলাম মতি (৩৪), সাইফুল ইসলাম (৪৫), আজহারুল ইসলাম (৩২) ও জয়নাল আবেদীন (৪৮)।
র্যাব জানায়, গেল ৭ এপ্রিল পিএমখালীর সেরাংঘর বাজারে ইফতার কিনতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে মোর্শেদ আলীকে।
এ ঘটনায় ৯ এপ্রিল তার ভাই বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। তারপর থেকে হত্যাকাণ্ডটির ছায়া তদন্ত শুরু করে র্যাব।
অবশেষে শনিবার (৭ মে) রাতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মামলাটির এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করে র্যাব।
উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেই এ চারজনকে শনাক্ত করা হয়। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।