শীতলক্ষ্যা নদীতে এমভি রূপসী-৯ জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী এলএম আফসার উদ্দিন নামে একটি লঞ্চডুবির ঘটনায় কমপক্ষে ৬ জনের বেশি যাত্রী নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা: শফিকুর রহমান গতকাল সোমবার এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, “আমি এই লঞ্চডুবির ঘটনায় গভীরভাবে শোকাহত। এই ভয়াবহ দুর্ঘটনায় মানুষের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিকট দোয়া করছি এই সব স্বজনহারা পরিবার-পরিজন যেন শীঘ্রই তাদের শোক ও ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হন। সরকারের কাছে দাবি জানাচ্ছি, সরকার যেন তাদের পরিবারেরকে ক্ষতি পূরণ দেয়।