দশ দিন আগে শেষ হওয়া শিল্পী সমিতির নির্বাচনী উত্তাপ এখনো কমেনি এফডিসিতে। আজ সোমবার হাইকোর্টের রায়ে জায়েদ খানের বিষয়টা আবার নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
দুপুরের পর থেকে শিল্পী, পরিচালক ও গণমাধ্যম কর্মীদের ভিড় বাড়তে শুরু করে এফডিসিজুড়ে। সবার মনোযোগ দেখা যায় শিল্পী সমিতি ঘিরে। বিকেলের পর জায়েদ খানের এফডিসিতে আসার কথা থাকলেও রাত ৮টার মধ্যেও তিনি সেখানে পৌঁছাননি। এফডিসিতে জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছে, কে বসছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে এই নিয়ে ফিসফাস।
৪০ বছর চলচ্চিত্রের প্রোডাকশনের সঙ্গে যুক্ত জলিল নামের একজন গণমাধ্যমকে বলেন, ‘আমার চলচ্চিত্রে কাজ করা প্রায় ৪০ বছর হয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে এমন হতে দেখিনি। মনে হচ্ছে সার্কাস দেখছি। এইসব দেখলে কান্না পাই।’
পরিচালক মনতাজুর রহমান আকবর গণমাধ্যমকে বলেন, ‘এফডিসিকে কলঙ্কের হাত থেকে রক্ষা করা উচিত। মানুষ আমাদের দিকে আঙুল তুলছে। এসব বন্ধ হোক, একটা সমাধানে আসা উচিত।’

