র্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে সুমন মুন্সি (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। রোববার সন্ধ্যায় বালুখালীর পানবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক সুমনের বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রাজপাট এলাকায়।
সোমবার দুপুরে এ তথ্য জানিয়েছেন কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী।
তিনি জানান, রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বালুখালীর পানবাজার এলাকায় র্যাব পরিচয়ে একজন চাঁদা দাবি করছে- এমন খবরে অভিযানে যায় র্যাব। এ সময় র্যাবের জ্যাকেট পরা একজনকে দেখতে পান তারা। জিজ্ঞাসাবাদে সুমন স্বীকার করেন তিনি ভুয়া র্যাব সদস্য।
পরে তাকে তল্লাশি করে ভুয়া আইডি কার্ড, জ্যাকেট, চাঁদা হিসেবে নেওয়া স্বর্ণের চেইন, রিং ও নগদ চার হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। সুমন মুন্সির বিরুদ্ধে মামলা করে তাকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।