জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ঢাকা ওয়ান্ডারার্সকে বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সাদাকালোরা।
আজ শুক্রবার ( ২৯ নভেম্বর) লিগের শুরুর দিন গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ৬–০ গোলে জিতেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। জোড়া গোল করেছেন সোলেমান দিয়বাত।
আরিফ হোসেনের ক্রস থেকে হেড থেকে গোল করে গত মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা দিয়াবাতে নিজের গোলের খাতা খোলেন। ৩ গোলে এগিয়ে থেকে প্রধামার্ধ শেষ করে মোহামেডান।
দ্বিতীয়ার্ধে মোহামেডামের গোল পেতে দেরি হয়। দিয়াবাতের দুর্দান্ত এক পাস থেকে ৮০ মিনিটে মোহামেডানকে ৪–০ গোলে এগিয়ে দেন বোয়েটাং।
বাংলাদেশ পুলিশের হয়ে একমাত্র গোলটি আসে মানিক হোসেন মোল্লার হেড থেকে।