অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং চলতি বিশ্বকাপে ধারাভাষ্য দিচ্ছেন, করছেন ম্যাচ বিশ্লেষণ। দলগুলোর পাশাপাশি ক্রিকেটারদের পারফরম্যান্সের ওপর নজর রাখছেন পন্টিং। নিজের দেখার দৃষ্টিকোন থেকে ভারত বিশ্বকাপের ৩ জন সেরা ক্রিকেটার বেছে নিয়েছেন তিনি। যেখানে রোহিত শর্মা বা শাহীন আফ্রিদিরও জায়গা হয়নি।
দক্ষিণ আফ্রিকার দুই ও অস্ট্রেলিয়ার একজন আছেন।
পন্টিং শুরুতেই রেখেছেন তার দেশীয় স্পিনার অ্যাডাম জাম্পাকে। সঙ্গে আছেন দক্ষিণ আফ্রিকার কুইক্টন ডি কক ও মার্কো ইয়ানসেন।
বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন জাম্পা।
সে অসাধারণ পারফর্ম করছে।’
বিশ্বকাপের পরই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেবেন ডি কক। বিদায়বেলায় এসে আছেন ক্যারিয়ারের-সেরা ফর্মে। ৭ ইনিংসে ৭৭-এর ওপর গড়ে করেছেন সর্বোচ্চ ৫৪৫ রান। তাকে নিয়ে পন্টিংয়ের মন্তব্য ‘কুইন্টন ৪টি শতক হাঁকিয়েছে। এটিই তার শেষ বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্রিগ্রেডে খুবই শক্ত অবস্থান তার।’ বল হাতে ১৬টি উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে প্রায় ৪৮ গড়ে ১৪৩ রান করেছেন প্রোটিয়া অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। তাকে সেরা তিনের রাখার যুক্তিতে পন্টিং বলেছেন, ‘আমি আরেকজন দক্ষিণ আফ্রিকানকে নিচ্ছি, মার্কো ইয়ানসেন। তিনি দক্ষিণ আফ্রিকাকে নতুন বলে উইকেট তুলে দিতে সক্ষম হয়েছেন, পাওয়ার প্লের উইকেট দিয়ে তাদের বোলিং ইনিংস স্থাপন করেছেন। ব্যাট হাতে লোয়ার অর্ডারে রান দিয়ে অবদান রাখতে সক্ষম হয়েছেন।’