সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় কুড়িল বিশ্বরোড থেকে শেওড়া বাসস্ট্যান্ড অভিমুখে মশাল মিছিলে নেতৃত্ব দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। এ সময় তারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে।
মিছিলে উপস্থিত ছিলেন ডা. রফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, ছাত্রদলের সাবেক সহসভাপতি ওমর ফারুক কাউসার, সহসভাপতি আরিফুল হক, সহসভাপতি মাহবুব মিয়া, মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম উদদীন রানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুম, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, সহসভাপতি আলী হাসনাত রাজীব, সহসভাপতি সোহাগ মিয়া, কেন্দ্রীয় সংসদের নুরুজ্জামান রাসেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, দ্বপ্তর সম্পাদক সাখাওয়াত পরাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সহ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আবু হেনা মোরসালিন, ইমরান হাসান ইয়াসিন।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.