আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগির বিষয়টি আগামীকাল বুধবারের মধ্যে নিষ্পত্তি হবে। শরিকরা কে কোন আসন পাচ্ছেন সেটাও তখন জানা যাবে।
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান কাদের। তিনি বলেন, ‘১৪ দলের প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে মিল রেখে আসন ভাগাভাগির সিদ্ধান্ত হবে।
১৪ দলের নেতারা সন্তুষ্ট কি না সেটা আমাদের দেখার বিষয় নয়। রাজনীতিতে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে।’
জোটের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়ে গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জোটের সভাপতি ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ জোটের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘গতকালের বৈঠকে কেউ অযৌক্তিক কিছু চায়নি। অযৌক্তিক বলে কিছু নেই। তারা চাইতেই পারে।
আমরা দেব বাস্তবতার নিরিখে। নির্বাচনে আমাদের জিততে হবে। স্বতন্ত্রের জায়গায় স্বতন্ত্ররা থাকবেন।’
জাতীয় পার্টির সঙ্গে কোনো ধরনের সমঝোতা হচ্ছে কি না জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতীয় পার্টির সঙ্গে আমাদের কথা হচ্ছে। তাদের আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকবে কি না সেটা আলোচনায় ঠিক হবে।