দেশ বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক অসুস্থ। বার্থরুমে পড়ে গিয়ে আহত হওয়ার পর প্রায় এক মাস ধরে বিছানায় রয়েছেন। তিনি কাউকে চিনতে পারছেন না। চিকিৎসকের পরামর্শে তাকে বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসান আজিজুল হকের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান মৌলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাস খানেক আগে বাবা বার্থরুমে পড়ে কোমরে ব্যাথা পান। এরপর থেকে তিনি শয্যাশয়ী। বিছানা থেকে উঠতে পারেন না। এখন কাউকে চিনতে পারছেনা অনেকটা ঘোরের মধ্যে রয়েছেন।
হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিম বংগের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহী কাটিয়েছেন। ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন। ২০০৪ সালে অবসরে যান।
Subscribe
Login
0 Comments
Oldest