সাহিত্য
Mission 90 News
Send an email
নভেম্বর ১০, ২০২২সর্বশেষ আপডেট নভেম্বর ১০, ২০২২
কবিতাঃ- “পরাজয়ের তাড়না”
০ ১,৪২৮ এক মিনিটেরও কম সময়
দেখেছ কি পরাজয়?
মৃত্যুর কাছে জীবনের,
টাকার কাছে বিবেকের,
সময়ের কাছে যৌবনের,
অহংকার দম্ভ পতনের ৷
দেখেছ কি পরাজয়?
মিথ্যার কাছে সত্যের,
বিবেকের কাছে মনোসত্ত্বের,
মানবতার কাছে সভ্যতার
লোভের কাছে ব্যক্তিত্বের ৷
দেখেছ কি পরাজয়?
সবলের কাছে দুর্বলের,
অভিমানের কাছে প্রেমের,
প্রতিহিংসার কাছে আবেগের,
অতীতের কাছে বর্তমানের।
এসো হই হুস, না করি দোষ,
না চলি আবেগে
বিবেক করি জাগ্রত
চলি বিবেকের ধ্যানে
পরাজয়ের গ্লানি,
আর না যাতে শুনি ৷৷
সম্পর্কিত সংবাদ
-
আন্দোলন সংগ্রামে একবিংশ শতাব্দীর ২৪ বছরফেব্রুয়ারি ৩, ২০২৫
(কবি পরিচিতি:-একজন পিবিআই কর্মকর্তা।
নামঃ-কুতুব উদ্দিন আহমেদ (চন্দন)।
পিতাঃ-মরহুম সিদ্দিক হোসেন।
পৈতৃক নিবাস-গ্রামঃ-সাহেবেরচর।
উপজেলা -হোসেনপুর,জেলা-কিশোরগঞ্জ।)