সাহিত্য
Mission 90 News
Send an email
নভেম্বর ১০, ২০২২সর্বশেষ আপডেট নভেম্বর ১০, ২০২২
কবিতা “মন ভালো হও”
০ ১,৪২৮ এক মিনিটেরও কম সময়
মন কেন করো বাহাদুরী
কেন করো ছলছাতুরী,
সুতায় টান পড়িলে
উড়ে যাবে রং এর ঘুড়ি।
মন কেন করো পরহিংসা
কেন করো পর ধনে লোভ,
কোন দিন জানি এসে যাবে মরন,
পরে রবে সব আয়োজন।
মন মিছে মায়ার টানে
কেন গড়ো অট্রালিকা,
তুমি চলে গেলে
শূন্য হবে ঘর, হবে সব ফাঁকা।
মন কেন করো ক্ষমতা দম্ভ
কেন করো ক্ষমতার বরাই,
আজ আছ কাল নাই
বেঁচে থাকার সাহস তো নাই।
সম্পর্কিত সংবাদ
-
আন্দোলন সংগ্রামে একবিংশ শতাব্দীর ২৪ বছরফেব্রুয়ারি ৩, ২০২৫
মন কেন করো ধান্দাবাজী
কেন করো বাটপারী,
এই জীবনটা চলে গেলে
সাঙ্গ হবে সব ঝারিঝুরি।