কবিতাঃ- “ক্ষতি”
কবিঃ—মাহফুজ রাজা
অন্যের করে ক্ষতি, প্রসারিত করে বুকের ছাতি।
নেহাৎ ভ্রষ্টতা বোকামী।।
হয়ে পরশ্রীকাতর, কিংবা পরনিন্দায় ভেজাও অন্তর,
দুশ্চরিত্র, হায়েনা, নির্লজ্জ তুমি।।
দিব্যি দেখি চতুর্দিকে, কাঁদে গরীব মন শোকে।
কেন এই অবিচার?
মড়ার উপর খাঁড়ার ঘা, লুন্ঠিত আজ সমাজটা।
কবে পাবে সুবিচার?
চোখ না পাকিয়ে, পশ্চাত্যে দেখ তাকিয়ে।
কেউ কভু হয়নি জয়ী।।
যারা স্বার্থের লোভে, অথবা ক্ষোভে।
পরক্ষতি করেছে ভূবনময়ী।।
ফেরাউন, হামান,নমরুধ, ঠেকাতে পারেনি যমদূত।
হয়েছিল ধরাশায়ী।।
করি আরতি, ওহে নেতা ওগো সমাজপতি।
সত্য ন্যায়ে অটুটিলে সয়ংক্রিয় হবে জয়ী।।
সুনানে দারাকুতনী কিতাবে, ৩০৭৯ নং হাদিস পাবে।
অন্যের করলে ক্ষতি সাধন।।
আপন ক্ষতি হয়, বর্ণনাতে রয়।
নিয়তির বিধান নাহি যায় খন্ডন।।
ষড়যন্ত্রকারী,আপন দুষে পড়ায় সে নিজ গলায় ধরি।
বলেছেন পিটার বার্গান।।
বিজ্ঞ লোকে কয়,পরের তরে গর্ত খুঁড়তে নয়।
আপন গর্তে বিসর্জন দিতে হয় স্বীয় প্রান।।