”ড্রিমস্ অন দ্যা ওয়ে” আজ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। দেশের ৪ টি বিভাগীয় অঞ্চলের ২০ টির বেশি জেলায় মোট ১০ টির ও অধিক দলে যুক্ত আছে সহস্রাধিক তরুণ। যাদের লক্ষ্যই হলো নিজেদের উন্নয়ন এবং তা বাকিদের মধ্যে ছড়িয়ে দেয়া।
এই অল্প সময়ের যাত্রায় তারা বিভিন্ন অনলাইন ও অফলাইন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সারাদেশে হাজার হাজার তরুণের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হয়েছে।
এই ধারাবাহিকতায় তারা আয়োজন করেছিলো আরও একটি অনলাইন শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠান, যার নাম “ড্রিমস্ অন দ্যা ওয়ে এবং ড্রিমস্ ফর হিউম্যানিটি আয়োজিত ওয়ার্কশপইয়ার্ড – ২০২৩।” অনুষ্ঠানটিতে বেশ কয়েকটি ক্যাটাগরী ছিলো তার মধ্যে উল্লেখযোগ্য “সাইবার সচেতনতা” এ বিষয়ে উক্ত প্রোগামে উপস্থিত ছিলেন সোশ্যাল মিডিয়ায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মো: নাজমুল হুদা নাঈম। উক্ত প্রোগামে হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ড্রিমস অন দ্যা ওয়ে অর্গানাইজেশনের সাদিয়া আফরিন সেনহা এবং সামিয়া সিদ্দিক। নাজমুল হুদা উক্ত অনলাইন প্রোগামে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয় গুলো ছিলো নিজের একাউন্ট কিভাবে সুরক্ষা নিশ্চিত করা যায় এবং সোশ্যাল মিডিয়ায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ হয়ে উঠার গল্প তুলে ধরেছেন। তিনি আরো বলেন তার ক্রেটিভ ডিজিটাল এজেন্সি অনলাইন এবং অফলাইনে খুব দ্রুতই লঞ্চ করবে দেশ এবং বিদেশের মানুষের সোশ্যাল রিলেটেড সহায়তার জন্য।