বিনোদন

শপথ নিলেন শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা

শপথ নিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যরা। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে বিএফডিসিতে শিল্পী সমিতির সামনের মাঠে শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। শুরুতে গুণী চলচ্চিত্রকার ও পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগরকে শপথবাক্য পাঠ করান। পরে নিয়ম অনুযায়ী সভাপতি মিশা সওদাগর কমিটির অন্য সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এফডিসিতে সাজ সাজ রব ছিলো। চলচ্চিত্র শিল্পীদের মধ্যে ব্যাপক উদ্দিপনা পরিলক্ষিত হয়। পরে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।  এর পূর্বে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু আনুষ্ঠানিকভাবে জানান, নির্বাচনের ফলাফল নিয়ে অভিযোগের বিষয়ে আজকে ছিলো আপিলের শেষ দিন।

এপর্যন্ত কেউ নির্বাচন নিয়ে কোন অভিযোগ কমিশনে না দেয়ায় আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের তালিকা সমিতির বোর্ডে টানিয়ে দেয়া হয়েছে।

২০২৪-২০২৬ মেয়াদের জন্য গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর (২৬৫) ভোট ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল (২২৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বিতাকারী সভাপতি পদে মাহমুদ কলি পেয়েছেন ১৭০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে নিপুন আক্তার পেয়েছেন ২০৯ ভোট। এছাড়াও বাকি পদগুলোর অধিকাংশতেই মিশা – ডিপজল প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

শনিবার ভোরে বিএফডিসিতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।

নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহ সভাপতি ডি এ তায়েব (২৩৪) ভোট এবং মাসুম পারভেজ রুবেল (২৩১) ভোট, সহ সাধারণ সম্পাদক আরমান (২৩৭) ভোট, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৪০) ভোট, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেক জান্ডার বো (২৮৬) ভোট, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫) ভোট, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মামনুন ইমন (২৩৫) ভোট, কোষাধ্যক্ষ কমল (২৩১) ভোট।

এছাড়া কার্যকরী সদস্য পদে রত্না কবির (২৬৩) ভোট, চুন্নু (২৪৮) ভোট, শাহানুর (২৪৫) ভোট, রোজিনা (২৪৩) ভোট, আলীরাজ (২৩৯) ভোট, সনি রহমান (২৩০) ভোট, সুচরিতা (২২৮) ভোট, রিয়ানা পারভীন পলি (২২০) ভোট, দিলারা ইয়াসমিন (২১৮) ভোট, সুব্রত (২১৬) ভোট, নানা শাহ (২১০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ৫৭০ জন ভোটারের মধ্যে ৪৭৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৪৩৫ এবং ৪০ টি ভোট বাতিল হয়েছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker