এরইমধ্যে নানামাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে একজন সুঅভিনেতা হিসেবে প্রমাণ করেছেন মুশফিক আর ফারহান। দর্শক চাহিদা ও নির্মাতাদের আস্থা নিয়ে বর্তমানে প্রায় প্রতিদিনই নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। অন্যদিকে চলতি প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিজের মেধার পরিচয় এরইমধ্যে দিয়েছেন সামিরা খান মাহি। তিনিও বেশ ব্যস্ত সময় পার করছেন। ফারহান ও মাহি একসঙ্গে বেশকিছু নাটকে অভিনয় করেছেন, যেগুলো দর্শক বেশ সাদরে গ্রহণ করেছেন। তাদের জুটিকে নিয়ে তাই নির্মাতারাও নতুন নতুন নাটক তৈরিতে আগ্রহ দেখাচ্ছেন। এই জুটি এবার নতুন চার ৪টি নাটকে অভিনয় করছেন। এরমধ্যে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় দু’টি নাটকের কাজ এরইমধ্যে শেষ হয়েছে। যারমধ্যে একটির নাম হেট স্টোরি। অন্যটির নাম ঠিক হয়নি।
এ ছাড়াও জাকারিয়া সৌখিন পরিচালিত একটি নাটকেও তারা সম্প্রতি অভিনয় করেছেন। আগামীকাল থেকে তারা একসঙ্গে অংশ নেবেন আরও একটি নাটকের শুটিংয়ে। গতকাল ফারহান ও মাহি হৃদয়ের একটি নাটকের শুটিং করেছেন মানিকগঞ্জে। ফারহান বলেন, যে নাটকগুলো করেছি খুব ভালো আয়োজনে শুটিং হয়েছে এগুলোর। প্রটিটিতেই আলাদা রূপে দেখা যাবে আমাকে। তাছাড়া আমার ও মাহির জুটিও দর্শক পছন্দ করবে বলেই বিশ্বাস। মানিকগঞ্জ থেকে মাহি মানবজমিনকে বলেন, আমার ও ফারহানের জুটি দর্শক পছন্দ করেছেন আগের নাটগুলোতে। এ কারণেই নির্মাতারা আমাদের নিয়ে হয়তো নাটক তৈরি করছেন। যে নাটকগুলো করছি সেগুলোর গল্প চমৎকার। আশা করছি দর্শকদের ভালো লাগবে।