বিনোদন

ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি : জয়া আহসান

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন সিলেটবাসী। শহরের ২০টি এলাকাসহ প্লাবিত হয়েছে পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল। এতে জেলার একেকটি উপজেলা পরিণত হয়েছে বিচ্ছিন্ন দ্বীপে। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।

সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের পাশপাশি শোবিজ তারকারাও বেশ চিন্তিত। অনেকেই তাদের ফেসবুকে প্রতিক্রিয়া জানাচ্ছেন, কেউ কেউ সাহায্যের আহ্বান করেছেন।

জয়া আহসানের পোস্ট করা ছবি

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বন্যা পরিস্থিতির বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘দেশের একটি বিভাগের প্রায় ৮০ শতাংশ ডুবে যাওয়ার মতো বন্যা এর আগে বাংলাদেশে হয়নি। সিলেট ও সুনামগঞ্জের ভয়াবহ বন্যা পরিস্থিতির ছবি ও ভিডিও দেখে শিউরে উঠছি। বন্ধ হয়ে গেছে ইলেকট্রিসিটি, ইন্টারনেট। এমনকি দেশের অন্যান্য জায়গা থেকেও তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে হৃদয়ের অন্তস্থল থেকে সকলের জন্য প্রার্থনা করছি, শীঘ্রহই প্রকৃতির এই ভয়াবহতা কেটে যাক। সিলেট ও সুনামগঞ্জের সকল মানুষ, পশুপাখি সুরক্ষিত থাকুক।’

বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘প্রশাসনের সাথে সাথে আমরাও যেন আমাদের সাধ্যমতো তাদের পাশে থাকতে পারি সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। দেশের সকলেই এগিয়ে আসুন এবং সকলে মিলে একসাথে এই ভয়াবহ পরিস্থিতি যেন কাটিয়ে উঠতে পারি এই প্রার্থনা করি।’

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker