বিনোদন
Mission 90 News
Send an email
জানুয়ারি ২৮, ২০২২সর্বশেষ আপডেট জানুয়ারি ২৮, ২০২২
জয়-পরাজয় বিষয় না, শিল্পীদের পাশে থাকব: ফেরদৌস
০ ১,৪২৭ এক মিনিটেরও কম সময়
এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচনে অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
নির্বাচনে নিজের বিজয় প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘গত নির্বাচনের তুলনায় এবারের পরিবেশ একটু ভিন্ন। ভেতরে শুধু নিজেদের মানুষজন আছে। বাইরের লোকজন নেই, এটা খুব ভালো লেগেছে। কড়া নিরাপত্তা রয়েছে। বহিরাগতরা না থাকায় সুন্দর পরিবেশ বিরাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আমরা রুচিসম্মত একটি পরিষদ দিয়েছি। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। যারাই জয়ী হবেন তারাই আমার। একদিনের জন্য দুটি পরিষদ হয়েছে। তবে নির্বাচনের পর আমরা সবাই সমান। জয়-পরাজয় বিষয় না সব সময় শিল্পীদের পাশে আছি, থাকব।’