জাতীয়

চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের ডামাডোলটা একটু বেশিই। তবে একই দিনে চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচনও। শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে ভোট। চলবে ৫টা পর্যন্ত।

ছোট পর্দার শিল্পীরা ভোট দিচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। দেশে কভিড সংক্রমণ বাড়তে থাকায় স্বাস্থ্যবিধি মেনে ভোটদান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও এবারের সভাপতি পদপ্রার্থী আহসান হাবীব নাসিম আশা প্রকাশ করছেন, ঠিকঠাক মতোই ভোট শেষ হবে।

নির্বাচন প্রাঙ্গনে শিল্পীদের উপস্থিতি প্রসঙ্গে নাসিম বলেন, ভোট দেওয়ার পর শিল্পীরা যদি ইচ্ছে করে তারা পুরোটা সময় থাকবেন। এছাড়া শিল্পকলা একাডেমির মাঠে ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তারা থাকতে পারবেন।

এবার অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে কোনো প্যানেল নেই। ২১টি পদে লড়াই করছেন ৪৮ প্রার্থী। সভাপতি পদে লড়ছেন আহসান হাবীব নাসিম ও ড: শাহাদাৎ হোসেন (নিপু)। সহ-সভাপতি পদের তিনটি পদের জন্য লড়ছেন পাঁচজন। এরা হলেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু, তানিয়া আহমেদ, দিলু মজুমদার ও সেলিম মাহবুব।

রওনক হাসান ও কবীর টুটুল লড়ছেন সাধারণ সম্পাদক পদের জন্য ।

দুই যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন নাজনীন হাসান চুমকি, শামীমা তুষ্টি ও জামিল হোসেন। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সাজু খাদেম, তুষার মাহমুদ ও জুলফিকার চঞ্চল। অর্থ সম্পাদক পদে সায়েম সামাদ ও মুহাম্মদ নূর এ আলম। দফতর সম্পাদক পদে মামুন অর রশিদ ও শেখ মেরাজুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদক পদে মাহাবুবুর রহমান মোল্লা ও রাশেদ মামুনুর রহমান অপু।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রাণ রায় ও মুকুল সিরাজ। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে লড়াই করছেন তিনজন- আবুল কালাম আজাদ, মাহাদী হাসান পিয়াল ও সুজাত শিমুল। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ঊর্মিলা শ্রাবন্তী কর ও রওনক বিশাকা শ্যামলী।  

সাতটি কার্যনির্বাহী পদের জন্য নির্বাচন করছেন ২০ জন প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ সূত্রে জানা গেছে, এবার ভোটার সংখ্যা ৭৪৮।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker