রাজশাহীর সরকারি স্কুলের কয়েক শিক্ষককে বদলির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
শনিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা বদলিকৃত ৫ শিক্ষককে তাঁদের স্ব স্ব কর্মস্থলেই রাখার দাবি জানান।
যদিও অধিকাংশ শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ রযেছে গোয়েন্দা প্রতিবেদনেও তাদের বিরুদ্ধে বিস্তুর অভিযোগ উঠে এসেছে। অনেকেই ক্লাস না করে বাড়িতে প্রাইভেট বাণিজ্যে লিপ্ত থাকেন বলেও অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহীর সরকারি উচ্চ বিদ্যালয়ের কয়েক শিক্ষককে বিভিন্ন জেলায় বদলির আদেশ বাতিলের দাবিতে সরকারি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সামনের রাস্তায় সাবেক এবং বর্তমান ছাত্র ছাত্রীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র ইরান আজমাইন মুগ্ধ, খাজা খালেদ, রিশাদ আবেদীন, ওয়াহেদুজ্জামান, বর্তমান শিক্ষার্থী শেখ আল নাহিয়ান, তাহামিদ রহমান, প্রমুখ।
এসময় তারা দাবি জানান, শিক্ষকদের বদলির বিষয়টি দক্ষতা ও মানবিক দিকট বিবেচনা করে বদলির আদেশ বাতিল করে শিক্ষকদের স্ব স্ব স্কুলে বহাল রাখার জোর দাবি করে।