শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে ‘ফেনসিডিল সরবরাহ’ করতে যেয়ে আন্দোলনকারীদের হাতে এক যুবক আটক হয়েছেন। ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী হিসেবে খণ্ডকালীন চাকরি করেন।
সোমবার (২৪ জানুয়ারি) মধ্য রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়। তার নাম জাহিদুর রহমান। শাবি’র ব্যবসায় প্রশাসনের শিক্ষক অধ্যাপক ড: মাজহার মজুমদারের জন্য ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
জানা যায়, সোমবার মধ্যরাতে শিক্ষক ডরমিটরিতে অবরুদ্ধ এক শিক্ষক অসুস্থ বলে তার জন্য ঔষধ নিয়ে যেতে চান আটককৃত জাহিদ। এসময় শাবি উপাচার্যের বাসভবনের সামনে মানব শিকল তৈরি করা থাকা শিক্ষার্থীরা জাহিদুরের কাছে থাকা ঔষধের প্যাকেট পরীক্ষা করে দেখতে চান। তখন তারা ফেনসিডিল দেখতে পান।
আটককৃত জাহিদুর কার জন্য এ ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন—জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায় প্রশাসনের শিক্ষক মাজহার মজুমদার তাকে বলেছিলেন গেটে একজন ঔষধ নিয়ে দাঁড়িয়ে আছেন। ওই ব্যক্তির কাছ থেকে ঔষধ নিয়ে অধ্যাপক মাজহার মজুমদারকে দিতে হবে। তবে এতে কী ‘ঔষধ’ রয়েছে সে ব্যাপারে জানতেন না জাহিদ।
এ বিষয়ে জানতে অধ্যাপক মাজহার মজুমদারকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, হয়তো আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে উপাচার্য বা তার অনুসারীরা এমন চাতুরতার আশ্রয় নিয়েছিলেন।