শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে টানা ছয়দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে উত্তপ্ত রয়েছে ক্যাম্পাস। তবে আন্দোলনে শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের ‘কটূক্তিমূলক’ মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এর প্রতিবাদে বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে শিক্ষক-শিক্ষিকাদের একাংশ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে মানববন্ধন করেন।
অবস্থানরত শিক্ষকরা ‘শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ করছি’, ‘শাবিপ্রবির নারী শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই’ শীর্ষক প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করেন।
অপরদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতিবাদ কর্মসূচি নিয়ে বলেন, কে বা কারা শিক্ষকদের কি বললো, সামাজিক যোগাযোগ মাধ্যমে কি পোস্ট করলো তার দায়ভার আন্দোলনরত শিক্ষার্থীরা নেবে না। আমাদের আন্দোলন চলছে, চলবে। শাবি ভিসি পদত্যাগ না করা পর্যন্ত কঠোর আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।