গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
কারফিউ জারির কারণে শিক্ষার্থীদের জন্য বিশেষ সিদ্ধান্ত; নতুন তারিখ পরে জানানো হবে
গোপালগঞ্জ জেলায় কারফিউ জারির পরিপ্রেক্ষিতে আগামীকাল, বৃহস্পতিবার (১৭ জুলাই), অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত শুধুমাত্র গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। অন্যান্য জেলার শিক্ষার্থীদের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
স্থগিত পরীক্ষার বিস্তারিত
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ (বুধবার, ১৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামীকাল সকালে ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা ছিল। বিকেলে গোপালগঞ্জে অন্য কোনো পরীক্ষা ছিল না। বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, **গোপালগঞ্জে স্থগিত হওয়া ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।**
কারফিউ জারি ও এর প্রভাব
এর আগে, আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় জানানো হয়েছিল যে, **বুধবার রাত ৮টা থেকে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে।** এই কারফিউ জারির কারণেই শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে এই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোপালগঞ্জের চলমান পরিস্থিতি
উল্লেখ্য, আজ দুপুরে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের গাড়িবহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এই ঘটনার পর গোপালগঞ্জ শহরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় এবং পরে স্থানীয় প্রশাসন রাত ৮টা থেকে কারফিউ জারি করে। এই সংঘর্ষে এখন পর্যন্ত **অন্তত চারজন নিহত** হয়েছেন বলে জানা গেছে এবং পুলিশ-সাংবাদিকসহ **অন্তত ১৫ জন আহত** হওয়ার খবর পাওয়া গেছে। চলমান এই উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন কারফিউ জারি করেছে।