ঢাকাস্থ এসএসসি ২০১৩ ব্যাচের দ্বিতীয় বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত
“যেথায় থাকুক, যে যেখানে—বাঁধন আছে মনে প্রাণে” স্লোগানকে সামনে রেখে গত ১৬ মে ঢাকাস্থ এসএসসি ২০১৩ ব্যাচের দ্বিতীয় বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে; বন্ধুদের আড্ডা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখরিত ছিল মেলা।
“যেথায় থাকুক, যে যেখানে—বাঁধন আছে মনে প্রাণে” এই চমৎকার স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হলো ঢাকাস্থ এসএসসি ২০১৩ ব্যাচের দ্বিতীয় বার্ষিক মিলন মেলা। গত ১৬ মে (শুক্রবার) ঢাকার সেগুনবাগিচা কেন্দ্রীয় কচি কাঁচার মেলায় দিনব্যাপী এই বর্ণিল মিলন মেলা আয়োজিত হয়।
এই আয়োজনে অংশগ্রহণ করেন ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসএসসি ২০১৩ ব্যাচের সদস্যরা। সকাল থেকেই বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মিলন মেলা প্রাঙ্গণ, যা দিনভর প্রাণবন্ত ছিল।
মিলন মেলার আয়োজন ও আনন্দঘন পরিবেশ
মিলন মেলায় ছিল বন্ধুদের উষ্ণ অভ্যর্থনা, উচ্ছল মিলন, পুরনো স্মৃতিচারণ, আনন্দ আড্ডা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গান, কবিতা, নাচসহ নানা ধরনের বিনোদনমূলক আয়োজন অনুষ্ঠানকে আরও উপভোগ্য করে তোলে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জমজমাট সংগীতানুষ্ঠান। যেখানে শিল্পী মোঃ রবিন মিয়া (গানতারা ব্যান্ড), মোসাঃ নিলা ও মোসাঃ সুমি (সাভারিয়ান ব্যান্ড) সহ রাতুল, তুষার, ডালিম, সিয়াম প্রমুখ মিউজিশিয়ানরা পরিবেশন করেন একের পর এক জনপ্রিয় ও সুরেলা গান, যা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।
বন্ধুদের অনুভূতি ও আয়োজকদের প্রত্যাশা
মিলন মেলার আয়োজক ও বন্ধুদের প্রতিক্রিয়া:
আয়োজক কমিটির অন্যতম সদস্য ইসরাফিল আলম তুহিন এই মিলন মেলার সাফল্য নিয়ে বলেন:
বন্ধুদের মুখে হাসি দেখতে পারাটাই ছিল আমাদের আসল প্রাপ্তি। ভবিষ্যতেও আমরা এমন মিলনের আয়োজন করে বন্ধন আরও দৃঢ় করতে চাই।
অংশগ্রহণকারী বন্ধুদের মধ্যে অনেকেই তাদের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন:
পুরনো বন্ধুদের একসাথে দেখে যে ভালো লাগা কাজ করেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। এভাবে যেন প্রতিবছর আমরা একত্র হতে পারি, এটাই কামনা করি। এই মিলন মেলার মাধ্যমে আরও একবার প্রমাণ হলো—বন্ধুত্বের বাঁধন সত্যিই কখনও ছিন্ন হয় না।
মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইসরাফিল আলম তুহিন, অনিক মাহমুদ মিরাজ, বি আর রাহাত, আর এম রাসেল মাহমুদ প্রমুখ। তাদের প্রচেষ্টায় আয়োজনটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
এই মিলন মেলা এসএসসি ২০১৩ ব্যাচের বন্ধুদের মধ্যে সম্পর্ককে নতুন করে ঝালিয়ে নেওয়ার এবং বন্ধুত্বের চিরন্তন মহিমাকে উদযাপনের একটি চমৎকার উপলক্ষ এনে দেয়।