মো: আলমগীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ডিগ্রি কলেজের নব নির্মিত একাডেমিক ৪ তলা ও ১ তলা ভবন উদ্বোধন হয়েছে।
২৬ শে জুলাই বুধবার বিকাল ৪ ঘটিকায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, এমপি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র মাননীয় সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ।
দুই কোটি ৬০ লাখ টাকা ব্যায়ে নির্মিত একাডেমিক ৪ তলা ও ১ তলা ভবন উদ্বোধন করেন তিনি । উদ্বোধনী শেষে কলেজ মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে করেন, মিজানুর রহমান, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রমেশ চন্দ্র সেন, এমপি পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র মাননীয় সভাপতি ও উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুহাম্মদ সাদেক কুরাইশী, চেয়ারম্যান, জেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা। দীপক কুমার রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা। এ্যাড. আ স ম গেলাম ফারুক রুবেল, সভাপতি গড়েয়া ডিগ্রি কলেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও জেলা। এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, চেয়ারম্যান, উপজেলা পরিষদ ঠাকুরগাঁও ও সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও সদর উপজেলা। মোশারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, ঠাকুরগাঁও সদর উপজেলা। আফিজার রহমান দুলাল, সভাপতি ১৩ নং গড়েয়া ইউনিয়ন আওয়ামীলীগ। রইচউদ্দীন সাজু, চেয়ারম্যান ১৩নং গড়েয়া ইউপি ও সাধারণ সম্পাদক,১৩নং গড়েয়া ইউনিয়ন আওয়ামীলীগ। নাজমুল হুদা শাহ্ এপোলো, সভাপতি ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগ।
আর উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও উক্ত কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দরা উপস্থিত ছিলেন।