মো: আলমগীর, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের পশু হাটে ইজারাদারদের ইচ্ছানুযায়ী টোল আদায়ের অভিযোগ পাওয়া গেছে। হাটে টাঙ্গানো হয়নি পশু কেনা-বেচার টোল প্রদানের সাইনবোর্ড।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার সর্বাধিক পশু কেনা-বেচার হাটগুলোর মধ্যে গড়েয়া ইউনিয়নে হাট অন্যতম একটি হাট।
উক্ত হাটে সরকারের নির্ধারিত মূল্যের দুইগুণ বেশি টোল নেওয়া হচ্ছে, হাটে আসা পশু ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে। অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা’ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ছিলেন।
অভিযোগ থেকে জানা গেছে, একই গরু ছাগল কেনা-বেচায় ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছে নেওয়া হচ্ছে টোল। টোল আদায়ের বিবরণ হাটের জানা যায় যে হাটে গরু ক্রেতা ৪০০ টাকা, বিক্রেতা ১০০ টাকা, ছাগল ক্রেতা ১০০ টাকা ও বিক্রেতা ৬০ টাকা করে হাটে পশু কেনা-বেচার টোল আদায় করছেন হাট ইজারাদার।
ঠাকুরগাঁও জেলা হাটগুলোতে সরকার নির্ধারিত মূল্যে গরু ২৩০ টাকা করা হলেও গড়েয়া হাটে জোরপূর্বক ক্রেতা-বিক্রেতার কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০০টাকা। গড়েয়া হাটে আদায়কৃত টাকা উল্লেখ করছেন না রশিদ লেখকরা।
গড়েয়া হাটে গরু কিনতে আসা মহেন জানান, আমরা ক্রেতা-বিক্রেতা উভয়ই মিলে প্রতি গরুতে ৫০০ টাকা করে টোল দিয়েছি। অতিরিক্ত টাকা নেওয়ার কারণ জানতে চাইলে, তারা বলেন ইজারাদারের সাথে কথা বলুন।
ক্রেতারা জানান, গত বারের চেয়ে চলতি হাটে প্রায় দুইগুণ বেশি টোল নিচ্ছেন হাট ইজারাদাররা।
গড়েয়া হাট ইজারাদার লাবলুর কাছে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আগের ইজারাদাররা যে ভাবে নিতো আমরা তাই নিচ্ছি, আমাদের কাছে কোনো চার্ট নাই।
এই বিষয়ে গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইছ উদ্দিন সাজু মাস্টার জানানা তারা অবৈধ ভাবে নিয়মনীতি তোয়াক্কা না করেই ইজারাদার অতিরিক্ত টোল আদায় করে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান কাছে জানতে চাইলে তিনি বলেন পশু কেনা-বেচার হাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা এর আগেও মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’