ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল-উল-ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার হিসাবে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার ১৮ এপ্রিল সকাল ১০টায় গড়েয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু বলেন, অসহায় দরিদ্র পরিবার গুলোর জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সামগ্রী চাল, দুই হাজার নয়শত উপকার ভোগী নিম্ন আয়ের মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।
এসময় ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার হরি প্রশাদ, গড়েয়া ইউপি সচিব নাসিমা আখতার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর দেবব্রত দেবনাথ, সংরক্ষিত মহিলা সদস্যগণ, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলালসহ ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।