ঠাকুরগাঁও পীরগঞ্জে উপজেলার পৌরশহর ও কলেজ বাজার দোকানে ২০১৯ সালের ভােক্তা অধিকার সংরক্ষণ আইনে বিভিন্ন অভিযােগে ৪ ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা করেছে সহকারী পরিচালক।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। পীরগঞ্জ সালেয়া মার্কেট আমিরুল ইসলাম ট্রেডার্সকে (২ হাজার), পীরগঞ্জ রেলগেট সংলগ্ন সিয়াম কনফেকশনারী (২হাজার), পীরগঞ্জ কলেজ বাজার আবু বক্কর ফল ভান্ডার (২ হাজার), রেলগেট সংলগ্ন ভাই ভাই স্টোর ১হাজার, সর্বমোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা অভিযান চালান ঠাকুরগাঁও জেলা জাতীয় ভােক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাে: শেখ সাদি, সঙ্গীয় থানার পুলিশ ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
উল্লেখ্য, ভোক্তা অধিকার জরিমানার ভয়ে উপস্থিতি টের পেয়ে উক্ত হাটের প্রায় ৭০% ব্যবসা প্রতিষ্টানের মালিক তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। এলাকাবাসী ভোক্তা অধিকারের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছে। সেই সাথে প্রতি মাসে অন্তত একবার হলেও অভিযানের দাবি জানিয়েছে সুশীল সমাজ।