ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক দিনে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার হাজিপুর ইউনিয়নের একান্নপুর ও মালগাও গ্রামে এ ঘটনা ঘটে। হাজিপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাজিরুল জানান, সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার একান্নপুর গ্রামের সলেমান আলীর মানষিক ভারসাম্য হীন ছেলে রাসেল শয়ন ঘড়ের তীরের সাথে লাইলনের রশি দিয়ে গলায় ফাঁস লাগায়।
তার বৃদ্ধ মাতা দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে এলাকার লোকজন এসে রাসেলকে ফাঁস থেকে নামিয়ে চিকিৎসার জন্য পীরগঞ্জ হাসপাতালে পাঠানোর সময় পথি মধ্যে তার মৃত্যু হয়। এদিকে একই দিন বিকালে মালগাও গ্রামের শামসুল হকের ছেলে সুজনের ঝুলন্ত মরদেহ বাড়ির পাশে^ একটি আম বাগানের ঘড় থেকে উদ্ধার করে পুলিশ। সুজন রবিবার থেকে নিখোঁজ ছিল।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, উপজেলায় এক দিনে দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা করা হয়েছে।