ঠাকুরগাঁও পীরগঞ্জে গত ২৩ শে নভেম্বর বুধবার স্মার্টফোন মোবাইল ফোন কিনে না দেওয়ায় সোয়েল রানা (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে জানান থানার পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের রামনা চান্দোহর গ্রামের মোজাফফর হোসেনের ছেলে নিহত সোয়েল রানা রামনা চান্দোহর উচ্চ বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে লেখাপড়া করতেন বুধবার সন্ধ্যায় তার পিতার নিকট বলেন আমার সব বন্ধুরা স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে আমাকে একটা কিনে দেন পিতা বকাবকি করিলে নিহত সোহেল পিতা মাতার উপর অভিমান করে ডাইনিং রুমের কাঠের সরের সহিত সাথে তাহার মায়ের ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানান।
এবিষয়ে পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন পিতার নিকট স্মার্ট মোবাইল ফোন কিনে না দিতে চাইলে অভিমান করে আত্মহত্যা করেছে । থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।