ঠাকুরগাঁও গড়েয়া আশ্রয়ণ প্রকল্পের (গুচ্ছ গ্রামের ) পরিবারের মানুষদের প্রবেশপথ বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে স্থানীয় মজুনু নামে এক বাসিন্দা।
এতে ওই গুচ্ছ গ্রামের খেটে খাওয়া মানুষ পড়েছে চরম দুর্ভোগে, গুলজার নামে এক বাসিন্দা বলছেন যে তারা অটো রিকশা চালিয়ে সংসার চলে, আমার মত এইখানে আরো তিন-চার জনের অটো রিকশা আছে। তারা সকাল থেকে গাড়ি বাহির করতে পারছেনা , এখন কিভাবে জমা দিবো আর কি খাবো।
এই বিষয়ে স্থানীয় মজনুর সাথে কথা বললে তিনি বলেন, আমার জমির উপর দিয়ে রাস্তা নেয়ার সময় আমাকে বলছে যে, আমাকে ১০ শতক, জমি ও একটা ঘর দিবে, ৩ বছর হয়ে যাচ্ছে কিন্তু এখনো আমার জমি পাইনি।
মাত্র একটা ঘর দিয়েছে, ওই সময়ে ইউপি চেয়ারম্যান আমাকে একটা এবিষয়ে লেখিত কাগজ দিয়েছিলো, অনেক দৌড়াদৌড়ি করেও কোনো উপায় না পেয়ে আজকে আমি রাস্তা বন্ধ করে দিয়েছি।
এবিষয়ে ইউপি ভুমি কর্মকর্তার সাথে কথা বললে তিনি বলেন যে আমি বিষয় টা উপরে জানাবে দেখি কি করা যায়।
পরে ইউপি চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি জানান যে আমি ইউএনও স্যারের সাথে কথা বলে একটা ব্যবস্থা করবো।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা( ইউএনও) আবু তাহের মোঃ শামসুজ্জামান জানান আমি বিষয় টা দেখতেছি।