ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তাল বীজ বিতরণ ও রোপনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারুল ইসলাম।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার চৌধুরী, প্রেস ক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে ২ লক্ষ ৫০ হাজার তাল বীজ রোপন কর্মসূচির অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলায় ত্রিশ হাজার তাল বীজ রোপন করা হবে প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানদের তিন হাজার করে তাল বীজ দেওয়া হবে।