ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ব্যাতিক্রমী গুড ড্যাডি ক্যাম্পেইন ২০২২ অনুষ্ঠান করা হয়েছে। মঙ্গলবার সকালে বে-সরকারী উন্নয়ন সংস্থা গুডনেইবারস এর আয়োজনে সৈয়দপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্তরে এ অনুষ্ঠান হয়।
গুডনেইবারস পীরগঞ্জ সিডিপি মেন্যাজার পলাশ রনি মন্ডলের সভাপতিত্বে ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী
অফিসার শাহরিয়ার নজির, পৌরমেয়র ইকরামুল হক, সৈয়দপুর ইউপি চেয়ারম্যার বিবেকানন্দ রায় নিমাই, গুডনেইবারস হেড অফ নর্দন এরিয়ার পিটার তুহিন বৈরাগী, পীরগঞ্জ প্রেসক্লাব যুগ্ম-সম্পাদক বিষ্ণুপদ রায়, সিডিসি সদস্য ধর্মনারায় রায়, অভিবাবক মহশীন আলী প্রমুখ।
সভায় অত্র এলাকার প্রায় দুই শতাধিক অভিভাবক ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। এসময় পৌরমেয়র ইকরামুল হক অভিভাবক ও কিশোরীদের বাল্য বিবাহ না করার শপথ বাক্য পাঠ করান। নিজ মেয়েদের বিবাহ না দিয়ে সু-শিক্ষায় শিক্ষিত করায় ইনুয়া গ্রামের মহশীন আলীকে আর্দশ বাবা হিসেবে সম্মাননা ক্রেশ প্রদান করা হয়।