ঠাকুরগাঁও

পীরগঞ্জে ভূমিহীনদের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুড়

পুলিশের পক্ষপাত মুলক আচরণের কারণে ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ভূমিহীন পরিবারগুলোর উপর একের পর সন্ত্রাসী হামলা, ভাংচুড়, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটছে। এ সব ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ মামলা নেয়নি। উল্টো প্রভাবশালীদের দিয়ে থানায় ভুমিহীনদের বিরুদ্ধে ৫টি মামলা করা হয়েছে। সোমবার বিকালে পীরগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুমিহীনরা। তবে পুলিশের বিরুদ্ধে আনা ঐ অভিযোগগুলি সত্য নয় বলে দাবি থানা কর্তৃপক্ষের।

পীরগঞ্জ উপজেলা ভুমিহীন সমন্বয় পরিষদের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভা প্রধান অবিনাশ চন্দ্র রায়। এতে অভিযোগ করা হয়, উপজেলার বৈরচুনা ইউনিয়নের বেলডাঙ্গী গ্রামে ২০১৮ সাল থেকে সরকারী খাস জমিতে বসবাস করে আসছে ৬টি ভূমিহীন পরিবার। ঐ ভূমিহীনদের সেখান থেকে উচ্ছেদ করে সরকারী জমি দখল নিতে ভুমিহীনদের নানা ভাবে ভয়ভীতি দেখানোসহ তাদের বাড়িতে দফায় দফায় সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুড়, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়ে আসছে ঐ ইউনিয়নের কুখ্যাত সন্ত্রাসী হযরত বাহিনীর লোকজন।

২০১৯ সালে রাতের অন্ধকারে হযরত বাহিনীর লোকজন ভুমিহীনদের বাড়ি ঘড় আগুন দিয়ে জালিয়ে দেয়। এ ঘটনায় ভূমিহীন আব্দুর রাজ্জাক থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে আদালতে মামলা করেন তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি হযরত বাহিনী লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে ভুমিহীনদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় ভূমিহীন রহিমা খাতুন বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করতে গেলে এবারো মামলা নেয়নি পুলিশ। পরে রহিমা আদালতে মামলা করেন। গত ৩০ এপ্রিল রাতে ঐ হযরত বাহিনীর ৬০/৭০ জন দেশীয় অস্ত্রে সজ্জিাত হয়ে ভূমিহীনদের বাড়িতে হামলা চালিয়ে মারপিট করা সহ ঘড়ে আগুন দেয়। এ সময় ৯৯৯ এ ফোন করলে পাশবর্তী সেতাবগঞ্জ উপজেলার দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নেভায়। এ সয়য় ৯৯৯ এ পুলিশের সহযোগীতা চাওয়া হলে পীরগঞ্জ থানার সাথে যোগাযোগ করে দেয় কিন্তু থানা পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

ঘটনার পরদিন গত ১ মে সকালে ভুমিহীনরা থানায় আসার প্রস্তুতি নিয়ে হযরত বাহিনী অর্ধশতাধিক লোক আবারো ভূমিহীনদের বাড়িতে হামলা চালিয়ে মারপিট, ভাংচুড় করে লুটপাট চালায়। হামলাকারীদের হাত থেকে বাচতে ভূমিহীনরা একটি সেমিপাকা ঘড়ে অবস্থান নিয়ে তারা সে ঘড়ের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মারপিট করে এলাকায় ত্রাস সৃষ্টি করে। তাদের হামলায় মহসিন নামে এক গ্রাম পুলিশ সহ কমপক্ষে ১০জন আহত হয়। এদের মধে ৩ জন এখনো দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীরা যাওয়ার সময় ভুমিহীনদের ২টি গরু ও ২টি ছাগল নিয়ে যায়।

এ সময় ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগীতা চাওয়া হলে আবারো পীরগঞ্জ থানার সাথে যোগাযোগ করে দেওয়া হলেও স্থানীয় থানা পুলিশের কোন সহযোগীতা পাওয়া যায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

ভূমিহীনদের অভিযোগ এসব ঘটনায় স্থানীয় থানা পুলিশ হযরত বাহিনীর লোকজনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বরং উল্টো ভূমিহীনদের বিরুদ্ধেই ধানচুরি, ঘড় পুড়ে দেওয়া, মারামারি ও চাঁদাবাজির অভিযোগে থানায় ৫টি মামলা নিয়েছেন। এমনকি হযরত আলীর বিরুদ্ধে থানায় জিআর মামলা থাকার পরও গত ১৪ এপ্রিল হযরত আলী থানায় হাজির হয়ে ভূমিহীনদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেছেন কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেননি।

এদিকে গত ৩০ এপ্রিল রাতে এবং ১ মে সকালে ভূমিহীনদের বাড়ি ঘড়ে হামলা, ভাংচুড়, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ভূমিহীনরা থানায় পৃথক দুটি এজাহার দায়ের করলেও পুলিশ প্রথমে মামলা রুজু করেননি। পরে উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম এবং ইউএনও রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করে মামলা রুজু করার নির্দেশ দিলে পুলিশ তা নথিভুক্ত করে। ভূমিহীনদের অভিযোগ, থানা পুলিশের আশ্রয় প্রশ্রয়ে হযরত বাহিনী ভূমিহীনদের বাড়িতে দফায় দফায় সন্ত্রাসী হামলা, ভাংচুড়, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটিয়ে চলছে এবংএলাকায় মাদক, জমি দখল, বালু মহাল নিয়ন্ত্রন সহ নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে।

একটি নির্ভরযোগ্য সুত্র জানায়, হযরত বাহিনীর প্রধান হযরতের সাথে পুলিশের একজন এসপি’র বিশেষ সখ্যতা রয়েছে। ঐ পুলিশ কর্মকর্তাকে দিয়ে ঠাকুরগাওয়ের এসপি এবং পীরগঞ্জ থানা কর্তৃপক্ষকে প্রভাবিত করে হযরত নানা অপকর্ম চালিয়ে যাচ্ছেন। পুলিশ হযরত কিংবা তার কোন লোককে গ্রেফতার করছেন না।

হযরত বাহিনী প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, হযরত এবং তার লোকজনের বিরুদ্ধে জমি দখল, হামলা, মারপিট, বাড়িতে আগুন দেওয়া, মাদকসহ নানা ধরণের অভিযোগ আছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে বলেছেন বলে জানান।

পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি সত্য নয়। ভূমিহীনদের বিরুদ্ধেই থানায় মামলা আছে। তাছাড়া হযরতের বিরুদ্ধেও থানায় মামলা করা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে পুলিশের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত আছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker