ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে অসহায়, দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে দিগন্ত সমাজ কল্যাণ ক্লাব।
রবিবার (১ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা ১৩নং গড়েয়া ইউনিয়নের চকহলদী দিগন্ত সমাজ কল্যাণ ক্লাবের উদ্যোগে, এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিকাল চারটায় ক্লাবের সভাপতি রাজিব হাসানের সভাপতিত্বে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলে, রইছ উদ্দিন সাজু (মাস্টার) চেয়ারম্যান ১৩নং গডেয়া ও সাধারণ সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গোলাপ হোসেন, ইউপি সদস্য ৯নং ওয়ার্ড, ফারজানা ইয়াসমিন ইউপি সদস্য ৭, ৮, ৯ ওয়ার্ড।
এ কার্যক্রমে উপস্থিত ছিলেন, দিগন্ত সমাজ কল্যাণ ক্লাবের সদস্যরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আলমগীর সাধারণ সম্পাদক দিগন্ত সমাজ কল্যাণ ক্লাব।