ঠাকুরগাওয়ের পীরগঞ্জে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা নিয়ে অনলাইনে ২১ দিন ব্যাপী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নর্থপয়েন্ট স্কুল এন্ড কলেজের সহযোগীতায় আই পজেটিভ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ সভার আয়োজন করেন।
সংগঠনের সভাপতি হাফিজউদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের পরিচালক ইসমাইল হোসেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, আই পজেটিভের প্রতিষ্ঠাতা সফিক পারভেজ পরাগ প্রমূখ।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ আবুল কালাম আজাদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ সম্পাদক বিষ্ণুপদ রায় সহ অন্যান্য সাংবাদিক ও আই পজেটিভের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অথিথিরা।