পেশাগত দ্বায়িত্ব পালনকালে ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু, নিউজবাংলার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি সোহেল রানা, রাইজিং বিডির জেলা প্রতিনিধি হিমেল তালুকদার এবং ঢাকা মেইলের জেলা প্রতিনিধি মিলুর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব পরিবার।
শনিবার দুপুরে (২৯ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্বাচনী সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন অনলাইন ও এক টেলিভিশন সাংবাদিকের উপর হামলা হয়।
পরে পুলিশ প্রশাসনের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব এর সভাপতি বিধান চন্দ্র দাস এক যৌথ বিবৃতিতে বলেন, দুঃখজনক হলেও সত্য, হামলায় সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থীর লোকজন অংশ নেয়। এতে গুরুতর আহত হয়েছেন ৪ সংবাদকর্মী।
হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের সামিল। অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব এর পরিবারের সকল সদস্য।
এবিষয়ে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু বলেন, গতকাল সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তানভির হাসান তানুসহ তিন সাংবাদিককে মারপিট করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আজ গণমাধ্যমকর্মীদের কোন নিরাপত্তা নেই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলন করা হবে বলে জানান তিনি।