বাড়ি থেকে সেজেগুজে শখের বাইসাইকেল নিয়ে স্কুলে রওনা হয় তিথি রানী। কিন্তু স্কুলে আর যাওয়া হলো না তার। মোটরসাইকেলের ধাক্কায় স্কুলে পৌঁছার আগেই প্রাণ হারায় সে।
রবিবার সকালে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মুগীকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তিথি ওই এলাকার পরেশ চন্দ্র ঘোষের মেয়ে। সে গোয়ালপাড়া বিউটিফুল মাইন্ড কিন্ডার গার্টেনে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, সকালে তিথি তার বাইসাইকেল নিয়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে সড়কে উঠতেই আটোয়ারী থেকে পঞ্চগড়গামী একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।
এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয় তিথি। এ সময় একই দিক থেকে আরেকটি বেপরোয়া গতির থ্রি হুইলার আহত তিথির উপর দিয়ে চলে যায়। মুহূর্তেই রক্তে ভিজে যায় তিথির শরীর। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই মোটরসাইকেল চালক ও থ্রি হুইলার চালক দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়।
আটোয়ারি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহর রয়েছে।