কালিহাতীতে যুবদল নেতার উদ্যোগে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত
টাঙ্গাইলের কালিহাতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, খাদ্য বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সদস্য সচিব হাশমত আলী রেজার ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করা হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, খাদ্য বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ জুন) উপজেলা যুবদলের সদস্য সচিব হাশমত আলী রেজার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার চিনামূড়া মধ্যপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া
- সহ-সভাপতি আব্দুল বারেক
- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান বালা
- এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মিনু
- উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা
- সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লুৎফর রহমান লেলিন
- এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে মিলাদ ও দোয়া মাহফিল শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে এবং এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে মাদ্রাসা প্রাঙ্গণে পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
আয়োজক হাশমত আলী রেজা বলেন:
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন কাজ করে গেছেন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবেই এই আয়োজন করা হয়েছে।”