মাদারগঞ্জে বৃষ্টিতে সড়কে ধস, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা
জামালপুরের মাদারগঞ্জে টানা বৃষ্টির কারণে বালিজুড়ী-তেঘরিয়া সড়কের কিছু অংশ ধসে গেছে। এতে প্রতিদিন প্রায় ৮০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রুত মেরামত না হলে যেকোনো সময় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
জামালপুরের মাদারগঞ্জে টানা কয়েকদিনের বৃষ্টিতে বালিজুড়ী বাজার থেকে চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার পর্যন্ত একমাত্র সড়কটির মরহুম আনোয়ার মাস্টারের বাড়ির পূর্বপাশে কিছু অংশ ধসে গেছে। এতে প্রতিদিন শতাধিক যানবাহনসহ ৩০ গ্রামের ৮০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। দ্রুত মেরামত না করলে যেকোনো সময় সড়কের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাবোধ করছেন স্থানীয়রা।
জানা গেছে, গত ৩ দিন আগে টানা বর্ষণের কারণে বালিজুড়ী বাজার ঠাকুরবাড়ি মোড় থেকে তেঘরিয়া কাশেমের মোড় সড়কটির মরহুম আনোয়ার মাস্টারের বাড়ির পূর্ব পাশের কিছু অংশ ধসে যায়।
সরেজমিনে দেখা যায়, সড়কের একপাশের কয়েক স্থানে কিছু অংশ ধসে গেছে। ধসে পড়া সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ইজিবাইক, পিকআপভ্যান ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন।
ভ্যানচালক লুৎফর রহমান, হাসিনুর ও ইজিবাইকচালক শিবলুল মন্ডল, রমজান আলী বলেন:
“প্রতিনিয়ত আমাদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। দ্রুত মেরামত না করা গেলে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই কর্তৃপক্ষের কাছে দাবি—জনসাধারণের জন্য সড়কটি দ্রুত মেরামত করা হোক।”
চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার বলেন:
“আমাদের এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। অতি দ্রুত যদি সড়কটি মেরামত না করা হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল বলেন:
“বালিজুড়ী বাজার ঠাকুরবাড়ি মোড় থেকে তেঘরিয়া কাশেমের মোড় পর্যন্ত সড়কটি অতি জনগুরুত্বপূর্ণ। টানা কয়েকদিনের বৃষ্টির কারণে তেঘরিয়া বাজারের পূর্বে সড়কের একটি অংশ ধসে গেছে। দু-একদিনের ভিতরেই মেরামতের কাজ শুরু হবে।”