টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় বাবা ও দুই ছেলেসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু সংযোগ সড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায়।
নিহতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারচর গ্রামের মৃত মোনছের মণ্ডলের ছেলে আমজাদ মণ্ডল (৬৫), তার দুই ছেলে রাহাত মণ্ডল (২৬) এবং অতুল মণ্ডল (১৪)।
আহতরা হলেন, আমজাদ মণ্ডলের স্ত্রী মাকসুদা মণ্ডল, রাহাত মণ্ডলের স্ত্রী মরিয়ম বেগম এবং বরিশালের হযরত আলীর ছেলে নাজমুল হোসেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান:
“ঢাকা থেকে শেরপুরগামী একটি মাইক্রোবাস করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মাইক্রোবাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজন প্রাণ হারান।”
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।