টাঙ্গাইল

টাঙ্গাইলে ৬টি ইটভাটায় ২৭ লাখ জরিমানা

কাঠ পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার ছয়টি অবৈধ ইটের ভাটায় অভিযান চালিয়ে ২৭ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।সোমবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমীর উদ্দিন জানান,কাঠ পোড়ানো ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মধুপুর উপজেলার কুড়ালিয়া এলাকার মেসার্স আশা ব্রিকসকে ৫ লাখ,মেসার্স সিটি এন্টারপপ্রাইজকে ৪ লাখ,মেসার্স মধুপুর ব্রিকসকে ৪ লাখ, ব্রাহ্মণবাড়ী এলাকার মেসার্স ফাইভ স্টার ব্রিকসকে ৪ লাখ,থলবাড়ি এলাকার মেসার্স রিপন ব্রিকসকে ৪ লাখ,দড়িহাতিল এলাকার মেসার্স তিতাস ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৯ মেনে ভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker