টাঙ্গাইল

মাইকিং করে এসিল্যান্ডের গাড়িতে হামলা

টাঙ্গাইলের কালিহাতীতে নিউ ধলেশ্বরী নদীর উত্তোলিত বালু (ড্রেজড ম্যাটারিয়াল) পরিমাপকারীদের ওপর হামলার ঘটনায় কুর্শাবেনু গ্রামের ১২ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) রাতে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১৮ জুলাই) রাতে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. রবিউল আউয়াল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় বেআইনি জনতাবদ্ধে অবৈধ অবরোধ পূর্বক সরকারি কাজে বাধা ও মারপিটের অভিযোগ আনা হয়েছে। পুলিশ ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

মামলায় অভিযুক্তরা হলেন, কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (৫২), মো. হুমায়ুন মিয়ার ছেলে মো. আজিম মিয়া (২৬), মো. জুব্বার আলী আকন্দের ছেলে আব্দুল মান্নান আকন্দ (৪০), মৃত ফজলুল হকের ছেলে আমিনুর রহমান (৪৫), আব্দুল মান্নানের ছেলে শরিফুল ইসলাম (২৭), মৃত মজিবর মণ্ডলের ছেলে সাইফুল ইসলাম মণ্ডল (৩২), মৃত হাছেন মিয়ার ছেলে মো. মিন্টু মিয়া (৫৬), মো. আমিনুল ইসলামের ছেলে মারুফ (১৯), মৃত ওমর সিকদারের ছেলে ছবুর সিকদার (৫২), মৃত নুরুল ইসলামের ছেলে মো. রফিক (৪০), মৃত মচু মুন্সীর ছেলে সামছুল (৫৬), ও মো. নাছির (৬৫)। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জন ব্যক্তিকে আসামি করা হয়েছে।

পুলিশ ঘটনার সময়ই আব্দুর রাজ্জাক, মো. আজিম মিয়া, আব্দুল মান্নান আকন্দ, আমিনুর রহমান, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম মণ্ডল, মো. মিন্টু মিয়া ও মারুফকে আটক করে। পরে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আসামিদের মধ্য থেকে আমিরুল (৪০) নামের একজনকে আজ মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, নিউ ধলেশ্বরী নদীতে খননের মাধ্যমে উত্তোলিত বালু পরিমাপকারীদের ওপর হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় কুর্শাবেনু গ্রামের ৯ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে ওই ঘটনায় পাউবো’র উপ-সহকারী প্রকৌশলী মো. রবিউল আউয়াল বাদী হয়ে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড ও মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের প্রতিনিধির সমন্বয়ে চুক্তি মোতাবেক উত্তোলিত বালু কুর্শাবেনু এলাকায় পরিমাপ করতে যায়। এ সময় বালু ব্যবসায়ীরা উত্তোলিত বালু পাউবো নিয়ে যাচ্ছে বলে, স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার জনসাধারণকে একত্রিত করে। তারা উত্তোলিত বালু পরিমাপকারীদের ওপর হামলা করে এবং মেসার্স আব্দুল মোনেম লিমিটেডের ডিজিএম মোস্তাফিজুর রহমানের একটি গাড়ি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসানকে বহনকারী একটি গাড়ি এবং পুলিশের একটি গাড়িসহ মোট তিনটি গাড়িতে ভাঙচুর চালায়। পরে র‌্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে আমিনুর, আজিম, মিন্টু মিয়া, রাজ্জাক খান, মান্নান, সাইফুল, শরীফ ও মারুফকে আটক করে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker