ফেসবুকে “চুদলিং পং” কমেন্টকে কেন্দ্র করে ব্যাপক গোলাগুলি
রূপগঞ্জের রসুলপুরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫; বাড়ির ভাংচুর ও লুটপাট, ঘটনায় সাবেক ছাত্রদল নেতা ও শীর্ষ সন্ত্রাসী জড়িত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রসুলপুর এলাকায় রবিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ১১ টায় একটি ফেসবুক পোস্টে আপত্তিকর কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ মোট ৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষের বিস্তারিত বিবরণ:
- কমেন্টের কারণ: সাকিবুল হাসানের (রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য) ফেসবুক পোস্টে মাহিম মিরাজ (“চুদ লিং পং” লিখে, ৯নং ওয়ার্ড ছাত্রদল উত্তরের সাবেক সভাপতি) আপত্তিকর মন্তব্য করেন।
- সংঘর্ষের ধরণ: বাগবিতণ্ডার জেরে উভয় পক্ষ পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
- ক্ষয়ক্ষতি: সাকিবের বাড়িসহ আরও কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
- গুলিবিদ্ধ: মাহিমের পক্ষে আসা সাবেক যুবলীগ নেতা ও শীর্ষ সন্ত্রাসী শহিদুল ওরফে ডাকাত শহিদুল সংঘর্ষ চলাকালীন গুলিবিদ্ধ হন এবং তাকে ঢামেক-এ নেওয়া হয়।
ভুক্তভোগী সাকিবুল ইসলামের সুনির্দিষ্ট অভিযোগ:
“মাহিম তার ক্যাডার বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা চালায়, বাড়িঘর তছনছ করে লুটপাট চালায়, মাহিমদের সাথে অস্ত্র নিয়ে হামলা চালায় রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ডাকাত শহিদুল, শহিদুল তার নিজ পিস্তল দিয়ে গুলি করার সময় নিজ হাতে গুলিবিদ্ধ হন। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
রূপগঞ্জ থানার ওসির বক্তব্য:
ওসি তরিকুল ইসলাম ঘটনার বিষয়ে নিশ্চিত করে বলেন:
“ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জনের মতো আহত হয়েছে বলে জানতে পেরেছি। দুই পক্ষের বিরুদ্ধে মামলা দেওয়া হবে।“


