কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে কটিয়াদী মডেল থানার এস আই মো: নরুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো: মোস্তাক সরকার।
কটিয়াদী মডেল থানার এস এই মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কটিয়াদী মডেল থানর অফিসার ইনচার্জ এস এম শাহাদাত হোসেন, পৌর মেয়র শওকত উসমান, ওসি (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী, কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহম্মেদ, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, সাবেক ভিপি দুলাল বর্মণ, সাবেক কাউন্সিলর সোহরাব উদ্দিন, জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এনামুল হক বাবু, মোতালিভ হোসেন প্রমূখ।