কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার এগারসিন্ধু গ্রামের সেনা সদস্য এটিএম মোস্তাকিমের বাড়িতে ডাকাতি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত ০২ সেপ্টেম্বর ২২ইং তারিখে শুক্রবার রাত আনুমানিক ১১টার এ ঘটনাটি ঘটে।
অভিযোগসুত্রে জানা যায়,কিশোরগঞ্জের পাকুন্দিয়ার এগারসিন্ধু গ্রামের এটি এম মোস্তাকিম একজন সেনা সদস্য। চাকরি করার সুবাধে বর্তমানে স্বপরিবার ঢাকায় বসবাস করেন।গত ০২ সেপ্টেম্বর ২২ইং তারিখে রাত অনুমান ১১টার সময় দক্ষিণ পূর্বপাশের থাকা এল ্সত ঘরের পূর্বপাশের রুমটি থাকায় মোস্তাকিমের ছোট ভাইয়ের স্ত্রী মোছাঃ আফরোজা বেগম তার সন্তানসহ মাকে নিয়ে পশ্চিমপাশের রুমে শুয়ে থাকে। ৩ ই সেপ্টেম্বর রাত অনুমান ৩ টার সময় হঠাৎ শব্দতে ঘুম ভাঙ্গে। এ সময় বাড়িতে ডাকাত হানা দিয়েছে ভেবে ডাকচিৎকার করলে বাড়ির আশেপাশের লোকজন ছুটে আসে।পরে দেখতে পায় যে,আলমারি ও দরজা ভাঙ্গা এবং আলমারিতে থাকা বিশ হাজার টাকা ও স্বর্ণাংকার নিয়ে নিয়ে। বর্তমানে পরিবারের সবাই আতঙ্কের মধ্যে আছে।এ ব্যাপারে পাকুন্দিয়ায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সম্প্রতি তাদের পারিবারিকভাবে কলহ বিবাদ চলমান রয়েছে।এ ঘটনার সাথে অপর ঘটনার যোগসুত্র আছেন কিনা তদন্তের দাবি সকলের দাবি।
পাকুন্দিয়ায় থানার ওসি সারোয়ার জাহান বলেন,ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।