সারাদেশের মতো কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলাতে অকটেন,পেট্রোল,ডিজেল তেলের দাম বৃদ্ধি পেয়েছে। হঠাৎ অতিরিক্ত দামে তেল কিনতে গিয়ে চোখ যেন চড়কগাছে উঠেছে চালক সহ ভুক্তভোগীদের। রাতেই এমন খবর পাওয়ার পর মাথায় যেন বজ্রপাত পড়ার মতো অবস্থা। তীব্র ক্ষোভ প্রকাশ করতে শুরু করে মোটরসাইকেলের চালক সহ এর সাথে সংশ্লিষ্ট ভুক্তভোগীরা। এদিকে তেলের দাম বৃদ্ধির অজুহাতে বিভিন্ন যানবাহনের ভাড়া বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, শুক্রবার রাত ১১ টার পর থেকেই আগের দামে তেল বিক্রি বন্ধ করে দেয় অধিকাংশ ফিলিং স্টেশন ও দোকানীরা। গতকাল রাতে আগের দামে দুই একজনকে তেল দিলেও তা এক লিটারের বেশি ছিল না। পরে লিটার প্রতি ৩৪ থেকে ৪৬ টাকা করে বেশি রাখা হয়। নতুন দামে পেট্রোল বিক্রি হচ্ছে ১৩০ টাকা লিটার,ডিজেল ১১৪ টাকা,অকটেন ১৩৫ টাকা লিটার। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা যায়,২শ ৫০ টাকার টিকেট কিনতে গুনতে হচ্ছে ৩শ টাকা। তবে আন্তঃজেলা বাসটার্মিনালে মেইল সার্ভিস বাসগুলো সিট ভাড়া ২০ টাকা বাড়িয়ে ১২০ টাকা দরে টিকেট বিক্রি করছেন বাস কাউন্টারের টিকেট বিক্রেতারা। নতুন দামে তেল কিনতে এসে ফিলিং স্টেশন ও দোকানীদের সাথে অনেকেই বাকবিতন্ডায় লিপ্ত হচ্ছেন। আবার অনেকেই ক্ষোভ প্রকাশ করেতে দেখা যায়। অবিলম্বে তেলের দাম কমিয়ে দেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
যাতায়াত বাসের যাত্রী মোঃ জহিরুল হক বলেন, আমি কটিয়াদী থেকে বাসে করে ঢাকা বাস টার্মিনালে আসলাম। বাস ভাড়া নিয়ে ঝামেলা পড়েছি। বাড়ি থেকে হিসেব করে টাকা নিয়ে এসে বিপদে পড়েছি। তেলের দাম বাড়ছে আমি তো জানি না।
অনন্যা সুপার সার্ভিসের টিকেট বিক্রেতা আঃ রহমান বলেন,কটিয়াদী থেকে ঢাকা এখন পর্যন্ত ভাড়া বৃদ্ধির কোন নির্দেশনা পাই নাই। তবে সকাল থেকে ২শ টাকা মুল্যে টিকিট বিক্রি করলেও দুপুরের পর থেকে যাত্রীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেয়া হচ্ছে, নির্দেশনা না পাওয়া পর্যন্ত টিকেটর দাম এমন থাকবে।
কটিয়াদী খান ব্রাদাসের্ মোটরসাইকেল নিয়ে তেল সরবরাহ করতে আসা দ্বীন ইসলাম বলেন, ‘রাতে অফিস শেষে বাসায় ফেরার পথে হঠাৎ জানতে পারলাম আবারও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। মোটরসাইকেলে আগে প্রতি লিটার অকটেন নিতাম ৮৯ টাকা করে,নতুন দামে ৪৬ টাকা বেশি দিয়ে প্রতি লিটার ১৩৫ টাকায় কিনতে হবে। রাত ১২টার পর থেকে নতুন এ দাম কার্যকর হবে শুনে রাত ১০ টায় পাম্পে ছুটে এসেছিলাম। কিন্তু এসে দেখি পাম্প বন্ধ।’
কটিয়াদী বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বাস ভাড়া অবশ্যই বাড়াতে হবে। তবে আমাদের বাস মালিকদের বৈঠক বিকেলে হওয়ার কথা,কেন্দ্রীয় নির্দেশনা না আসা পর্যন্ত এখনও কিছু বলা যাচ্ছে না।