কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতি করণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: মুকশেদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা: মোহাম্মদ মুশতাকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, কৃষি উপ-সহকারী মো: মঈনুল ইসলাম, শংকর কুমারসহ কর্মচারি ও অর্ধশতাধিক কৃষক-কৃষাণীবৃন্দ।
বক্তারা বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষকদের সক্ষমতা তৈরীর মাধ্যমে খাপ খাইয়ে নিতে হবে। তবেই কৃষকরা উৎপাদন খরচ ও ক্ষয়ক্ষতি কমিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারবেন। কৃষিতেও এখন ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ সুবিধার ব্যবহার করতে হবে। এজন্য আমরা এ ধরনের সেমিনারের মাধ্যমে কৃষকদের অবহিতকরণ ও সচেতন করতে চেষ্টা করছি। যাতে তারা পরিবর্তিত অবস্থার সাথে তাল মেলাতে পারে।