কিশোরগঞ্জের কটিয়াদীতে মাহে রমজান উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। আজ সোমবার সকালে কটিয়াদী বাজারের বিভিন্ন স্থানে অর্ধশতাধিক মানুষের মাঝে বিতরন করেন ওয়ালিদ উদয়ন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ডা: মো: মুরাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক সাকিবুল হাসান সোহাগ, কটিয়াদী নিউজ মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক ছাইদুর রহমান নাঈম, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী উপজেলা নবীন লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হক পবিত্রসহ আরো অনেকে।
ওয়ালিদ উদয়ন ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ডা: মো: মুরাদ হোসেন বলেন, যারা গরীর অসহায় তাদেরকে বিগত দিনে সকল প্রকার সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যৎ ও করব। সকলের কাছে দোয়া চাই যাতে এ রকম সহযোগিতা আরও বড় করে যেতে পারি।